সংবাদ শিরোনাম
ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)
১২ জানুয়ারি, ২০২৬, 12:36 AM
পটিয়ায় নারী শিক্ষার্থীকে অপহরণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
পটিয়ায় এক নারী শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত, ভয়ভীতি প্রদর্শন ও অপহরণচেষ্টার অভিযোগে শওকত হোসেন সিজান (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে পটিয়া থানায় হস্তান্তর করা হয়। সে পটিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের দক্ষিণ ঘাটা কমিশনার শফির বাড়ির নাছির উদ্দীনের ছেলে।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-৭ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
সম্পর্কিত