নাজমুল আদনান (টাঙ্গাইল)
১৬ জানুয়ারি, ২০২৬, 2:42 PM
নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর ভূমিকায় ঘাটাইল উপজেলা প্রশাসন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন পূর্ব সময়ে আচরণ বিধিমালা প্রতিপালন নিশ্চিতে ঘাটাইল উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ লঙ্ঘনের কারণে ইতোমধ্যে অর্থদন্ড, লিখিত সতর্কবার্তা প্রেরণ এবং মুচলেকা গ্রহণ করা হয়েছে।
গত ০৭ জানুয়ারি ২০২৫ তারিখে সংসদ সদস্য পদপ্রার্থী জনাব লুৎফর রহমান আজাদের সমর্থনে প্রতীকসহ স্লোগান দেওয়ায় তার সমর্থক জনাব মো: পারভেজ-কে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
১০ জানুয়ারি ২০২৫ তারিখ বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব এস এম ওবায়দুল হক নাসির-এর সমর্থনে প্রতীকসহ স্লোগান দেওয়ায় তার সমর্থক জনাব মো: রুবেল হোসেন-এর নিকট থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সাইফুল্লাহ হায়দার নির্বাচন-পূর্ব সময়ে আচরণ বিধি লঙ্ঘন করে পত্রিকায় সরকারি বরাদ্দ আনয়ন সংক্রান্ত বক্তব্য প্রদান করায়, বিষয়টি লিখিতভাবে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে অবহিত করা হয়।
পরবর্তীতে কমিটির দায়িত্বপ্রাপ্ত বিজ্ঞ বিচারক জনাব আশরাফুন্নাহার তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট লেখায় বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক মো. আবদুল মান্নান-কে ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
অপরদিকে নির্বাচনি আচরণ বিধিমালা লঙ্ঘন করে সভায় উসকানিমূলক বক্তব্য প্রদান করায় ধানের শীষ প্রতীকের প্রার্থীর সমর্থক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মো: বিল্লাল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী জনাব মো: লুৎফর রহমান খান আজাদকে লিখিতভাবে সতর্ক করেন ঘাটাইল উপজেলা প্রশাসন।