হাসান আলী সোহেল (নাটোর)
১৬ ডিসেম্বর, ২০২৫, 5:34 PM
নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলনের উদ্যোগে ৱ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশর আয়োজনে ৱ্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে নাটোরের সিংড়া উপজেলার মডেল মসজিদের সামনে থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশর আয়োজনে ৱ্যালি বের করা হয়।
ৱ্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাটোর সিংড়া ৩ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও নাটোর জেলার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মাওলানা খলিলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা সভাপতি মাওলানা আব্দুস, সালাম
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিংড়া উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা মাজহারুল ইসলাম, সেক্রেটারী শাহ্ মোস্তফা ওয়ালিউল্লাহ্ সেলিম, ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিংড়া থানা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রানা
সাংগঠনিক সম্পাদক মাওলানা মানজারুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম, পৌর সভাপতি মাওলানা সোহাইল হুসাইন, অর্থ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারী মাওলানা আলমগীর হোসাইন, পৌর সভাপতি মাওলানা জাকারিয়া হোসাইন, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুফতি আব্দুর রহমানসহ নেতৃবৃন্দ।