ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নাটোরের বাগাতিপাড়ায় পুনরায় চালু হলো ইউএনও পার্ক

#

হাসান আলী সোহেল (নাটোর)

০২ অক্টোবর, ২০২৫,  6:59 PM

news image

প্রায় এক বছর বন্ধ থাকার পর আবারও প্রাণচাঞ্চল্যে ফিরেছে নাটোরের বাগাতিপাড়ার একমাত্র বিনোদন কেন্দ্র — ইউএনও পার্ক। বৃহস্পতিবার (২ অক্টোবর) পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অংশীদারিত্ব সংক্রান্ত জটিলতার কারণে বন্ধ হয়ে পড়েছিল পার্কটি। নতুন করে মেসার্স কবির ট্রেডার্স এর মালিক কবির হোসেন শিপলুর দায়িত্বপ্রাপ্তিতে পার্কটি পুনরায় চালু হলো। তিনি জানান, পার্কটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার পাশাপাশি দর্শনার্থীদের আকৃষ্ট করতে নেওয়া হবে বিভিন্ন উন্নয়নমূলক ও মনোরঞ্জনমূলক উদ্যোগ।

পার্কটি চালু হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা। তারা জানান, এতদিন পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যেতে হতো দূরবর্তী স্থানে। এখন নিজ এলাকাতেই সময় কাটানোর একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে। এতে এলাকার ক্ষুদ্র ব্যবসা ও স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মারুফ আফজাল রাজন বলেন, "পার্ক পরিচালনার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে দায়িত্ব দেওয়া হয়েছে। ভবিষ্যতে এই পার্ককে আরও উন্নত ও আকর্ষণীয় করতে নেওয়া হবে নতুন পরিকল্পনা।"

উল্লেখ্য, ২০১৬ সালে প্রায় চার বিঘা জমির ওপর তৎকালীন ইউএনও খন্দকার ফরহাদ আহমেদের উদ্যোগে ইউএনও পার্ক নির্মাণের কাজ শুরু হয়। পরবর্তীতে ২০২১ সালে ইউএনও প্রিয়াংকা দেবী পাল অসম্পূর্ণ কাজ শেষ করেন এবং তৎকালীন সংসদ সদস্য পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জনপ্রিয়তা পাওয়া সত্ত্বেও পূর্ববর্তী পরিচালনাকারী প্রতিষ্ঠান আর্ট হকার এর স্বত্বাধিকারী মো. পলাশ আহমেদ চুক্তির শর্ত না মানায় সদ্য বিদায়ী ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা পার্কটি বন্ধ করে দেন।

বর্তমানে নতুন পরিচালনায় পার্কটির পুরনো জৌলুশ ফিরে আসার পাশাপাশি এলাকাবাসীর জন্য এটি হয়ে উঠবে একটি নিরাপদ ও আনন্দময় বিনোদন কেন্দ্র — এমনটাই প্রত্যাশা সকলের।