ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

নাটোরের গালিমপুর মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি ঘিরে মতবিনিময়

#

হাসান আলী সোহেল (নাটোর)

০২ অক্টোবর, ২০২৫,  1:24 PM

news image

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী গালিমপুর সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন উপজেলা প্রেসক্লাব বাগাতিপাড়ার নেতৃবৃন্দ।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্দির পরিদর্শনে যান।

এ সময় প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ‘এই নাটোর’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রভাষক আরিফুল ইসলাম তপু, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা তুহিন, উপজেলার ছাত্র প্রতিনিধি মোনায়েম ইসলাম রুমি এবং মাশরাফি বিন মোস্তফা সাফাত উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বাগাতিপাড়া থানা শাখার সভাপতি দীপক কুমার কুন্ডু, পূজা উদযাপন পরিষদ বাগাতিপাড়া উপজেলার আহ্বায়ক পুলক কুমার রায়, গালিমপুর মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশোক কুমার রায় এবং সম্পাদক দেবাশীষ কুমার কুন্ডু প্রমুখ।

পরিদর্শনকালে প্রেসক্লাব নেতৃবৃন্দ মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, আলোকসজ্জা এবং সার্বিক প্রস্তুতি ঘুরে দেখেন। পাশাপাশি মন্দির পরিচালনা কমিটির সঙ্গে মতবিনিময় করেন। পূজা উপলক্ষে আগত দর্শনার্থীদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

এ উপলক্ষে প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, “নতুন বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে কোনো বিভাজন নেই। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি সামাজিক উৎসব। এই উৎসব সকল ধর্ম-বর্ণের মানুষের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তোলে।”

উল্লেখ্য, গালিমপুর সার্বজনীন দুর্গা মন্দিরটি বাগাতিপাড়া উপজেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। ১২৮৮ বঙ্গাব্দে (১৮৮১–৮২ খ্রিষ্টাব্দে) প্রতিষ্ঠিত এ মন্দিরে প্রতিবছর শারদীয় দুর্গাপূজায় হাজারো ভক্ত ও দর্শনার্থীর আগমন ঘটে।

উপজেলা প্রেসক্লাবের এই শুভেচ্ছা সফর স্থানীয় পূজা আয়োজক ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহের সৃষ্টি করেছে।