এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
৩০ নভেম্বর, ২০২৫, 5:36 PM
নাগেশ্বরীতে জমিজমা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ নিহত ৩
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা হাইলটারী গ্রামে জমিজমা সংক্রান্ত সংঘর্ষ এক নারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় নিহত আলতাফ হোসেনের পুত্র মোফাজ্জল চিকিৎসা নিতে নাগেশ্বরী হাসপাতালে আসলে নাগেশ্বরী থানা পুলিশ তাকে গ্রেফতার করেন।
নিহতরা হলেন- এরশাদ আলী (৩৫), আলতাফ হোসেন (৫০) ও কুলসুম বেগম (৫০)। নিহত কুলসুম বেগমের ভাই ও এরশাদ আলীর বাবা মো. মানিক উল্লাহ বলেন, আট শতক জমি নিয়ে আলতাফ হোসেনের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সকাল ১১টায় প্রতিপক্ষরা লাঠি-সোঠা ও দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই আমার ছেলে এরশাদুল হক ও বোন কুলসুম বেগম নিহত হয়। আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। এদিকে, নিহত আলতাফ হোসেনের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
সন্তোষপুর ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন নাকু বলেন, ‘ওই পরিবার দুটিতে দীর্ঘদিন থেকে জমিজমার বিরোধ ছিল। আজ সংঘর্ষে উভয়পক্ষের তিনজন নিহত হয়েছে।’
কুড়িগ্রাম জেলা পুলিশ সূত্র জানায়, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন রয়েছেন নবাগত কুড়িগ্রাম পুলিশ সুপার পিপিএম খন্দকার ফজলে রাব্বি।