সংবাদ শিরোনাম
কামরুজ্জামান বাবু (পোরশা)
১২ জানুয়ারি, ২০২৬, 12:44 AM
নওগাঁ সীমান্তে চোরাকারবারীসহ ভারতীয় মদ জব্দ
১০ জানুয়ারি আনুমানিক সন্ধ্যে ৭টায় নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আল আমিনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল নীতপুর দিয়ারপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে ২বোতল ভারতীয় মদসহ ১জন চোরাকারবারী মোঃ নসিব(২৩) কে আটক করে।তার পিতা-মৃত শফিকুল ইসলাম, গ্রাম-নীতপুর (বাঙালপাড়া), পোস্ট-নীতপুর, থানা-পোরশা, জেলা-নওগাঁ।
উল্লেখ্য, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেনন নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শফিকুর রহমান।
সম্পর্কিত