সংবাদ শিরোনাম
পলাশ ইসলাম (ধনবাড়ী)
১৭ জানুয়ারি, ২০২৬, 2:53 AM
ধনবাড়ীর হাজরাবাড়ীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মোছাঃ সুমিতা বেগম(৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার ১৬ জানুয়ারি সন্ধ্যায় উপজেলার ধোপাখালি ইউনিয়নের হাজরাবাড়ী গ্রামের স্বামীর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গৃহবধূ সুমিতা বেগম মানসিক ভারসাম্যহীন রোগী ছিলেন।
এ ব্যাপারে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে এবং ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
সম্পর্কিত