ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে হাড়কাঁপানো শীতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৬ ডিসেম্বর, ২০২৫,  5:34 PM

news image

টাঙ্গাইল জেলাজুড়ে জেঁকে বসেছে তীব্র শীত। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ধারাবাহিকভাবে কমতে থাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের স্বাভাবিক জনজীবন। বিশেষ করে ভোরে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে জনপদ। আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

তীব্র শীতের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের মানুষ। রিকশাচালক, ভ্যানচালক এবং দিনমজুরদের ভোরে কাজে বের হতে চরম বেগ পেতে হচ্ছে। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

​শহরের প্রাণকেন্দ্র থেকে শুরু করে উপজেলা পর্যায়ের বাজারগুলোতে মানুষের উপস্থিতি অন্য সময়ের তুলনায় অনেক কম দেখা গেছে। জরুরি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে বের হচ্ছেন না।

ঘ​ন কুয়াশার কারণে কৃষকরা সময়মতো মাঠে যেতে পারছেন না, যা রবিশস্যের পরিচর্যায় ব্যাঘাত ঘটাচ্ছে। কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে, ফলে দূরপাল্লার যাত্রায় সময় বেশি লাগছে।

​শীত বাড়ার সাথে সাথে জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোতে কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি।

স্থানীয় বাসিন্দারা জানান, তীব্র শীত মোকাবিলায় এখনো পর্যাপ্ত শীতবস্ত্র বা সরকারি সহায়তা সব এলাকায় পৌঁছায়নি। নিম্নআয়ের মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে কম্বল ও গরম কাপড় নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

​আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশার দাপট অব্যাহত থাকতে পারে।