ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন

#

হাসান আলী সোহেল (নাটোর)

১৭ ডিসেম্বর, ২০২৫,  10:30 PM

news image

গত ২২ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে মোঃ সাজেদুর রহমান ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম ও উন্নয়ন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছেন।

তাঁর সক্রিয়তা, আন্তরিকতা ও নিয়মিত মাঠপর্যায়ের তদারকিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে ফিরে এসেছে শৃঙ্খলা ও গতিশীলতা। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উন্নয়নমূলক পরিকল্পনাগুলো পাচ্ছে বাস্তব রূপ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সুদূরপ্রসারী উন্নয়ন দর্শন ও জনকল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়নে প্যানেল চেয়ারম্যান মোঃ সাজেদুর রহমান সরাসরি মাঠপর্যায়ে কাজ করছেন। ফলে নাগরিক সেবা আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব হয়েছে। জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধনে সহায়তা, নাগরিক সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা ভাতা এবং বিভিন্ন দপ্তর সংশ্লিষ্ট সেবায় এসেছে গতি ও স্বচ্ছতা।

চেয়ারম্যানের দিকনির্দেশনায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নেও উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রাস্তা সংস্কার, কালভার্ট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে প্যানেল চেয়ারম্যানের নিয়মিত মনিটরিং ও তদারকি এলাকাবাসীর মধ্যে আস্থা ও বিশ্বাস তৈরি করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একজন দূরদর্শী ও জনমুখী নেতৃত্বের প্রতীক। আর তাঁর সেই নেতৃত্বকে মাঠপর্যায়ে কার্যকরভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন প্যানেল চেয়ারম্যান মোঃ সাজেদুর রহমান। সাধারণ মানুষের দুঃখ-কষ্ট ও চাহিদা সরাসরি শুনে তা চেয়ারম্যানের কাছে উপস্থাপন করে দ্রুত সমাধান নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।

ইউনিয়ন পরিষদে সেবার মান বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের সন্তুষ্টি বেড়েছে। জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ায় ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ এখন জনআস্থার কেন্দ্রে পরিণত হয়েছে।

এলাকাবাসীও সচেতন মহলের অভিমত, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দূরদর্শী নেতৃত্ব এবং প্যানেল চেয়ারম্যান মোঃ সাজেদুর রহমানের নিরলস কর্মপ্রচেষ্টায় ১ নং ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদ উন্নয়নের এক নতুন দিগন্তে এগিয়ে যাচ্ছে।