আসাদুল্লাহ গালিব রুবেল
১৯ ডিসেম্বর, ২০২৫, 4:55 PM
চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাকের উদ্যোগে চাটখিলে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে চাটখিল উপজেলা চত্বর থেকে এক র্যালী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আলী হোসেনের সভাপতিত্বে এবং ব্র্যাকের প্রোগ্রাম অফিসার নাজমা আক্তারের পরিচলানয় এক আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, জেলা কর্মসংস্থান জনশক্তি বিভাগের সার্ভেয়ার অফিসার নুর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, চাটখিল প্রেসক্লাবের অর্থ সম্পাদক জসিম মাহমুদ, সাংবাদিক কামরুল কানন ও আসাদুল্লাহ গালিব, ব্র্যাকের মাঠকর্মী ফারজানা বেগম প্রমুখ।
এছাড়াও সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সম্ভাব্য বিদেশগামী এবং ফেরত অভিবাসীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিয়ম মেনে বিদেশ গমন না করার কারণে অনেক ক্ষেত্রে অভিবাসীদের প্রতারণার শিকার হতে হয়। দালালের খপ্পড়ে না পড়ে বৈধ পথে বিদেশগমনের গুরুত্বারোপ করে বক্তরা বলেন, যথাযথ প্রক্রিয়ায় বিদেশে গেলে একদিকে রাষ্ট্রের অর্থনৈতিক সমৃদ্ধ অর্জন হয় অপরদিকে পরিবারকে সাবলম্বী করে তোলা সহজ হয়। তাই বিদেশগামীদের যথাযথ নিয়ম অনুসরণ করে বিদেশে যাওয়ার জন্য উপস্থিত সকলকে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানান।