হাসান আলী সোহেল (নাটোর)
১৭ জানুয়ারি, ২০২৬, 1:53 AM
চলনবিলকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা
নাটোরের গুরুদাসপুর উপজেলার মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও কেবিনেট সচিব ড. শেখ মো. আব্দুর রশিদ।
এ সময় তারা চলমান অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সুবিধার সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় স্টেডিয়াম প্রাঙ্গণে পৌঁছে অর্থ উপদেষ্টা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার একটি কার্যকর সামাজিক হাতিয়ার। সরকার তৃণমূল পর্যায়ে খেলাধুলার পরিবেশ গড়ে তুলতে প্রতিটি উপজেলায় মানসম্মত ক্রীড়া অবকাঠামো নির্মাণে আন্তরিকভাবে কাজ করছে।
তিনি বলেন, বৃহত্তম জলাভূমি চলনবিল অধ্যুষিত এই অঞ্চলের মানুষ স্বভাবতই খেলাধুলাপ্রিয়। গুরুদাসপুরে একটি আধুনিক মিনি স্টেডিয়াম নির্মিত হওয়ায় স্থানীয় ক্রীড়া প্রতিভা বিকাশের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় উঠে আসবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা চলনবিলকে ঘিরে সরকারের দীর্ঘমেয়াদি উন্নয়ন ভাবনার কথা তুলে ধরেন। তিনি জানান, পরিবেশের ভারসাম্য বজায় রেখে চলনবিলকে একটি পরিকল্পিত পর্যটন নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ লক্ষ্যে পরিবেশ উপদেষ্টা ও সংশ্লিষ্ট দপ্তরসমূহ। সমন্বিতভাবে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব উপস্থিত ছিলেন। এ ছাড়া গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় সেখানে ছিলেন।
পরিদর্শন শেষে অর্থ উপদেষ্টা ও কেবিনেট সচিব গুরুদাসপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্য, শান্তিপূর্ণ পরিবেশ ও প্রশাসনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে জেলা প্রশাসক আসমা শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজের নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান তারা।