সুমন মন্ডল (জয়পুরহাট)
১২ ডিসেম্বর, ২০২৫, 2:15 AM
ঘাটুরিয়ায় অবৈধভাবে পুকুরের মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা
জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দাপুর ইউনিয়নের ঘাটুরিয়া গ্রামে অবৈধভাবে পুকুরের মাটি কেটে অন্যত্র বিক্রি করার অভিযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এমদাদুল (৪৯) নামের এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) বিকাল ৫টার দিকে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবযোগদানকারী কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা।
উপজেলা প্রশাসন জানায়, ঘাটুরিয়া এলাকায় পুকুরের মাটি কেটে বিক্রি করার তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবৈধ মাটি কাটার প্রমাণ পাওয়ায় এমদাদুলকে মোবাইল কোর্ট আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তিনি জরিমানার অর্থ পরিশোধ করেন।
অভিযানের সময় উপস্থিত ছিলেন আনসার উপজেলা প্রশাসনিক কর্মকর্তা তারিকুল ইসলাম তারেক, কালাই থানার এসআই ইউনুস, এবং ৩ জন পুলিশ কনস্টেবল। উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।