নাজমুল আদনান (টাঙ্গাইল)
০৭ জানুয়ারি, ২০২৬, 2:19 AM
ঘাটাইল থানা পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
টাঙ্গাইলের ঘাটাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল এবং অপরাধ দমনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে ঘাটাইল থানা পুলিশ। ‘শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি’—এই স্লোগানকে সামনে রেখে থানা ভবনে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান। সভায় ঘাটাইলে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে তরুণ প্রজন্মের জন্য হুমকি হয়ে দাঁড়ানো বেশ কিছু বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় না দিয়ে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়। অনলাইন জুয়া ও ডেবিল হান্ট: বর্তমান সময়ের আলোচিত ডিজিটাল অপরাধ ‘অনলাইন জুয়া’ এবং বিপথগামী যুবকদের সম্পৃক্ততা রোধে বিশেষ নজরদারির কথা জানানো হয়।
সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল জোরদার এবং পুলিশের কাজে সাংবাদিকদের তথ্যগত সহযোগিতা কামনা করা হয়।
ওসি মো. মোকছেদুর রহমান বলেন, "সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের একার পক্ষে সকল অপরাধ নির্মূল করা সম্ভব নয়। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করলে ঘাটাইলকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। বিশেষ করে অনলাইন জুয়া এবং মাদকের মতো মরণব্যাধি থেকে যুব সমাজকে বাঁচাতে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকব।"
সভায় উপস্থিত সাংবাদিকরা ঘাটাইলের বিভিন্ন এলাকার সমস্যা ও অপরাধ প্রবণতার চিত্র তুলে ধরেন এবং পুলিশকে সব ধরনের পেশাগত সহযোগিতার আশ্বাস প্রদান করেন।