ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

ঘাটাইলে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে তরুণীর অনশন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৫ অক্টোবর, ২০২৫,  10:37 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ধলাপাড়াতে মোথাজুরি গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক তরুণী। প্রেমিক ইমন (২১) উপজেলার ধলাপাড়া ইউনিয়নের মোথাজুরি গ্রামের শহিদুল ইসলাম শহিদের ছেলে।

শুক্রবার বিকেলে সখিপুর উপজেলার কালিয়া ইউনিয়নের জামাল আটখোরা গ্রামের তরুনী বিয়ের দাবিতে প্রেমিক ইমনের বাড়ির সামনে অনশনে বসেছে।

প্রেমিকা ওই তরুনী জানান, প্রায় ১ বছর ধরে ইমনের এর সাথে প্রেমের সম্পর্ক। বিয়ে করার কথা বলে সে তাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়,এবং বিয়ের করার কথা বলে বিভিন্ন সময় শারিরীক সম্পর্ক করেন। এখন বিয়ে করার প্রস্তাব দিলে সে নানা ভাবে আমাকে ঘুরাতে থাকে। প্রেমিকা ওই তরুনী শুক্রবার সকাল ৩টার দিকে এখানে এসে অনশনে বসেছে।

তরুনী বলেন আমি বাড়ীর ভিতরে গেলে ইমনের এর পরিবারের লোকজন আমাকে টানা হেচজা করে বাড়ীর ভিতর থেকে বেড় করে দেয় এবং বাড়িতে তালা লাগিয়ে চলে যায় । আমি সেজন্য গেটের কাছেই অবস্হান করছি। আর তাদের বিষয়টি এরই মধ্যে গ্রামের সবাই জেনে গেছে।

তরুনী বলেন আমার নানার বাড়ি এইখানে থাকায় আমাদের দুজনের পরিচয় হয়।এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সুবাদেই মাঝে-মধ্যেই দু’জনই দেখা করি। কিন্তু ইমন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আপনারাই বলেন, এতো দিনের সম্পর্ক কি ভুলা যায়? আমি নিরুপায়। আমার অবস্থাটা কি কেউ বুঝতে পারছেন?

এদিকে প্রেমিক ইমনের বাড়িতে না পেয়ে কথা হয় তার পিতা শহিদুল সাথে। তিনি জানান, মেয়েটি এসেছে এবং আমার বাড়ীর গেটের সামনে অবস্হান করছে বলে জানতে পারি।

এ ব্যাপারে ধলাপাড়া ইউনিয়নের ইউপি সদস্য শফিকুর রহমান শফি জানান, মেয়েটি ওইখানে আছে ।