ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

ঘাটাইলে দুর্নীতির বিরুদ্ধে 'সাহসের বাতিঘর'-এর গণশপথ ও অভিযোগ বক্স স্থাপন

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

২৮ ডিসেম্বর, ২০২৫,  2:34 AM

news image

​একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত ঘাটাইল গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আয়োজিত হলো উন্মুক্ত গণশপথ কর্মসূচি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে অর্ধশত মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

​​বিকেল ৪টায় নির্ধারিত স্থানে সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন। এরপর বিকেল ৪:৩০ মিনিটে শুরু হয় মূল শপথ বাক্য পাঠ। উপস্থিত জনতাকে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার শপথ বাক্য পাঠ করান মোসামত ছাবা আফরিন।

​কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাদের মধ্যে ছিলেন: মো. আব্দুল সালাম খান আউয়াল, ​এস এম আব্দুল লতিফ,খান মোহাম্মদ ফজলুল রহমান, নজরুল ইসলাম চান, আল রাসেল, ​ফজলুল রহমান,​সোহেল রানাসহ অনেকে। 

​শপথ অনুষ্ঠানের পর ঘাটাইলের অন্যতম ব্যস্ততম স্থান কলেজ মোড়ে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়। ‘অন্তরকথন: সাহসের বাতিঘর’ নামে এই বক্সটির মাধ্যমে সাধারণ মানুষ তাদের ওপর হওয়া অন্যায়, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নাম প্রকাশ না করেও জানাতে পারবেন।

আয়োজক সংগঠন 'সাহসের বাতিঘর'-এর প্রতিনিধিরা জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা ও প্রতিবাদ। মানুষকে সাহস জোগাতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতেই এই গণশপথ ও অভিযোগ বক্সের উদ্যোগ নেওয়া হয়েছে।

​উপস্থিত বক্তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, "সুন্দর ঘাটাইল গঠনে দুর্নীতির বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করুন। আমাদের এই নীরবতা ভাঙার সময় এসেছে।"

​শপথ গ্রহণ শেষে একটি সংক্ষিপ্ত পদযাত্রা শহর প্রদক্ষিণ করে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।