নাজমুল আদনান (টাঙ্গাইল)
২৮ ডিসেম্বর, ২০২৫, 2:34 AM
ঘাটাইলে দুর্নীতির বিরুদ্ধে 'সাহসের বাতিঘর'-এর গণশপথ ও অভিযোগ বক্স স্থাপন
একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত ঘাটাইল গড়ার প্রত্যয়ে টাঙ্গাইলের ঘাটাইলে আয়োজিত হলো উন্মুক্ত গণশপথ কর্মসূচি। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে অর্ধশত মানুষের উপস্থিতিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিকেল ৪টায় নির্ধারিত স্থানে সাধারণ মানুষ জড়ো হতে শুরু করেন। এরপর বিকেল ৪:৩০ মিনিটে শুরু হয় মূল শপথ বাক্য পাঠ। উপস্থিত জনতাকে দুর্নীতির বিরুদ্ধে আপসহীন থাকার শপথ বাক্য পাঠ করান মোসামত ছাবা আফরিন।
কর্মসূচিতে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। যাদের মধ্যে ছিলেন: মো. আব্দুল সালাম খান আউয়াল, এস এম আব্দুল লতিফ,খান মোহাম্মদ ফজলুল রহমান, নজরুল ইসলাম চান, আল রাসেল, ফজলুল রহমান,সোহেল রানাসহ অনেকে।
শপথ অনুষ্ঠানের পর ঘাটাইলের অন্যতম ব্যস্ততম স্থান কলেজ মোড়ে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়। ‘অন্তরকথন: সাহসের বাতিঘর’ নামে এই বক্সটির মাধ্যমে সাধারণ মানুষ তাদের ওপর হওয়া অন্যায়, অনিয়ম বা দুর্নীতির অভিযোগ নাম প্রকাশ না করেও জানাতে পারবেন।
আয়োজক সংগঠন 'সাহসের বাতিঘর'-এর প্রতিনিধিরা জানান, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন নাগরিক সচেতনতা ও প্রতিবাদ। মানুষকে সাহস জোগাতে এবং দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতেই এই গণশপথ ও অভিযোগ বক্সের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপস্থিত বক্তারা সাধারণ মানুষকে আহ্বান জানিয়ে বলেন, "সুন্দর ঘাটাইল গঠনে দুর্নীতির বিরুদ্ধে সাহস করে প্রতিবাদ করুন। আমাদের এই নীরবতা ভাঙার সময় এসেছে।"
শপথ গ্রহণ শেষে একটি সংক্ষিপ্ত পদযাত্রা শহর প্রদক্ষিণ করে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, এর মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।