ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

গাজীপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন

#

বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)

২১ নভেম্বর, ২০২৫,  1:17 AM

news image

গাজীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ, প্রশাসনিক ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গাজীপুর পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশ সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, আসামি গ্রেফতার, মামলা গ্রহণ ও বিচারে সহায়তা, সড়ক শৃঙ্খলা বজায় রাখা, ভিআইপি নিরাপত্তা, প্রটোকল কার্যক্রম, অপরাধীদের তথ্য সংগ্রহসহ দুটি চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় ওসি মো. আলাউদ্দিনকে গাজীপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক। তিনি ওসি মো. আলাউদ্দিনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় পুলিশ সুপার বলেন, “সাধারণ মানুষের পুলিশের প্রতি প্রত্যাশা অনেক। আমরা যদি সেই অনুযায়ী সেবা দিতে না পারি, মানুষ হতাশ হয়। তবুও বিপদের সময়ে মানুষ পুলিশের কাছেই আসে। তাই মানুষের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব।”

সম্মাননা প্রাপ্তির বিষয়ে ওসি মো. আলাউদ্দিন বলেন, “কালীগঞ্জ থানার সকল অফিসার-ফোর্সের অক্লান্ত পরিশ্রম এবং কালীগঞ্জবাসীর সার্বিক সহযোগিতার কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সহযোগিতা কামনা করি।”

উল্লেখ্য, নভেম্বর মাসে সর্বোচ্চ কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখযোগ্য অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।