বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)
২০ নভেম্বর, ২০২৫, 12:38 AM
গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে হঠাৎ করে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত আশপাশের এলাকা থেকে নিরাপদ স্থানে সরে যান। এদিকে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
কারখানাপক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রাথমিক ধারণা, যন্ত্রপাতির ত্রুটি বা সংরক্ষিত তেল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আশপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজেন্দ্রপুর মডেল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রবিউল ইসলাম বলেন, “উপপরিচালকের নির্দেশনায় নিরাপদ দূরত্ব বজায় রেখে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।”
ফায়ার সার্ভিসের ইনচার্জ নুর আলম জানান, “আমি ঘটনাস্থলে উপস্থিত আছি। আগুন নেভানোর কাজ চলছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”