সংবাদ শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৫, 12:54 PM
গাজীপুরের জনশূন্য প্রান্তরে আড়াই কোটি টাকার মার্কেট ভবন
নির্জন এক গ্রামীণ প্রান্তর। কোলাহলমুক্ত সে প্রান্তরে আনাগোনা নেই মানুষের। নেই কোনো দোকানপাট। এমন এক জনশূন্য জায়গায় আড়াই কোটি টাকা ব্যয়ে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। সেই কাজও থমকে আছে দেড় বছরের বেশি সময়। নাগরিকের করের অর্থের এমন অপচয় হচ্ছে গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের হাটখোলা এলাকায়।
প্রথমে এখানে চারতলা মার্কেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে নির্মাণকাজ শুরু হয় দোতলা ভবনের। এ ভবন নির্মাণের মেয়াদও পেরিয়ে গেছে গত বছরের ১৮ মার্চ। কাজ না করে ফেলে রাখা হয়েছে ভবনটি! দেড় বছরেরও বেশি সময় ধরে পড়ে থাকা নির্মাণাধীন ভবনটির খোঁজও নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। পরিত্যক্ত ভবনে এখন রাতের বেলায় বসছে মাদকসেবীসহ অপরাধীদের আড্ডা।
গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (সিআরএমআই) নামে একটি প্রকল্প রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি)। এর আওতায় দেশের অন্যান্য জেলার মতো গাজীপুরের বিভিন্ন স্থানের হাটবাজারে আধুনিক মার্কেট ভবন নির্মানের উদ্যোগ নেওয়া হয়। এরই একটি হচ্ছে পিরুজালীর হাটখোলা। ২০১৮-১৯ অর্থবছরে সেখানে মার্কেট ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয় দুই কোটি ৫৩ লাখ ৩২ হাজার টাকা। তবে কাজ শুরু হয় ২০২৩ সালে। এমএসটি স্টার জেভি নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শুরু করে। শেষ পর্যন্ত তারা কাজ শেষ না করেই চলে গেছে।
হাটখোলা এলাকা দিয়ে বয়ে গেছে হোতাপাড়া-ফুলবাড়িয়া সড়ক। এর পাশেই সরকারি জায়গায় নির্মাণাধীন মার্কেট ভবনটি। গ্রামের বসতি এটির আধা কিলোমিটার দূরত্বে। স্থানীয় লোকজন জানান, এক সময় হাটখোলায় হাট বসত। পিরুজালীর লোকজন এখন আশপাশের মির্জাপুর বাজার, মণ্ডলবাড়ি বাজার ও মণিপুর বাজারে যান। ফলে দুই যুগেরও বেশি সময় ধরে হাটখোলায় হাট বসে না।
সম্পর্কিত