বিপ্লব চৌধুরী (বিশেষ প্রতিনিধি)
১৬ জানুয়ারি, ২০২৬, 3:09 AM
গাইবান্ধায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কম্বল বিতরণ
গাইবান্ধায় এই প্রথমবারের মতো নির্মাণ শ্রমিকদের কল্যাণে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং–১৪১০)।
শীতের তীব্রতায় বিপর্যস্ত অসহায় নির্মাণ শ্রমিকদের পাশে দাঁড়াতেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে গাইবান্ধা পৌর পার্কে অবস্থিত পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শীতার্ত নির্মাণ শ্রমিকদের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোহাগ মৃধা, ইঞ্জিঃ আল-আমীন (রুহুল), ফাউন্ডার, রুহুল হাউজিং প্ল্যান এবং ফরমান আলী, প্রান্ত এন্টারপ্রাইজ।
বক্তব্যে অতিথিরা বলেন, নির্মাণ শ্রমিকরা দেশের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণের অন্যতম চালিকাশক্তি হলেও তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও মানবিক চাহিদা পূরণে নির্মাণ শ্রমিক ইউনিয়নের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। শ্রমিকদের অধিকার ও কল্যাণে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তাঁরা আরও বলেন, নির্মাণ শ্রমিক ইউনিয়নের এই উদ্যোগ ভবিষ্যতে শ্রমিক কল্যাণমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানে নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচিত শ্রমিক প্রতিনিধিসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি খয়বর আলি, সাধারণ সম্পাদক সাহালোম, সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া, কার্যকরী সভাপতি রহিম উদ্দিন, কার্যকরী সদস্য শাহিন সরদার, ভুটু ও শফিকুল, সাংগঠনিক সম্পাদক ছাত্তার নিয়াজী, প্রতিষ্ঠাতা সভাপতি সাজাহান মণ্ডল, ডেপুটি ম্যানেজার (ফ্রেশ সিমেন্ট) মারুফ হোসেন এবং হেলথ এইড, গাইবান্ধা-এর প্রতিষ্ঠাতা পরিচালক জে. মুনতাকিম।
বক্তারা বলেন, গাইবান্ধায় প্রথমবারের মতো নির্মাণ শ্রমিক ইউনিয়নের এমন আয়োজন শ্রমিকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। ভবিষ্যতেও শ্রমিকদের কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার আশ্বাস দেন তারা।
অনুষ্ঠান শেষে শীতার্ত নির্মাণ শ্রমিকদের মাঝে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন সংগঠনের সভাপতি খয়বর আলি এবং সঞ্চালনায় ছিলেন সহ-সাধারণ সম্পাদক রানা মিয়া।