ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে রহমানিয়া মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত

#

কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)

১০ ডিসেম্বর, ২০২৫,  11:49 PM

news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নের মরহুম হাজী আসলাম মাষ্টার বাড়ির দরজায় অবস্থিত উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া মাদ্রাসার হিফজ বিভাগের অভিভাবক সমাবেশ ও শিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে বর্ণাঢ্য আয়োজনে সভাপতিত্ব করেন মুহতামিম হাফেজ মো. ইয়াসিন এবং সঞ্চালনা করেন হাফেজ মামুনুর রশিদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি ও মেহেরুন নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার শাখাওয়াত হোসেন, মাকসুদা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল বাসার বিএসসি, সোনাগাজী মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি ইসমাইল হোসেন, দারুল উলুম একাডেমি বসুরহাটের পরিচালক মাওলানা মোতালেব হোসেন, কাসিমুল উলুম আল হোসাইনীয়া কদমতলার মুহতামিম মাওলানা বদরুল আলম, আবদুল হাকিম বিএসসি। 

এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা, শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন এনায়েত উল্যাহ মাইজ্জা হুজুর।

রহমানিয়া মাদ্রাসা থেকে এ পর্যন্ত ৫০০ জন হাফেজ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে ও নামকরা প্রতিষ্ঠানে কৃতিত্বের সাথে কাজ করছেন—যা প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে। অনুষ্ঠান শেষে শিক্ষক, অভিভাবক, অতিথি ও কর্মচারীদের মাঝে বিশেষ উপহার বিতরণ করা হয়।