কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
১২ ডিসেম্বর, ২০২৫, 2:33 AM
কোম্পানীগঞ্জের হাজারীহাট আলিম মাদ্রাসায় ৭ শিক্ষককে বিদায় সংবর্ধনা
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার হাজারী হাট আলিম মাদরাসায় অবসর প্রাপ্ত ও পদন্নোতি প্রাপ্ত হয়ে বিদায়ী ৭ শিক্ষককে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদ্রাসাটির আয়োজনে এক্স স্টুডেন্ট ফোরামের সহযোগিতায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াত আমীর ও নোয়াখালী ৫(কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন।
অবসরপ্রাপ্ত শিক্ষকরা হলেন- সাবেক উপাধ্যক্ষ মাওলানা কাজেম, সাবেক সিনিয়র মৌলভী মাওলানা নূর আহমেদ, সাবেক সিনিয়র মৌলভী জয়নুল আবেদীন, সিনিয়র শিক্ষক মাস্টার আবদুল আউয়াল, সিনিয়র শিক্ষক মাস্টার একরামুল হক, ইবতেদায়ী সহকারী মৌলভী আবু তাহের ও পদোন্নতি প্রাপ্ত হয়ে বদলীকৃত সাবেক ইবতেদায়ী প্রধান ক্বারী নুরুল হূদা ।
এসময় মাদ্রাসার সভাপতি আইয়ুব আলী হায়দার ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্যার সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাওলানা শাহজাহানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী,
আরো উপস্থিত ছিলেন চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ, চরহাজারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর নবী বাবুল, আছিয়া ক্যারম্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি এনামুল হক খোকন, চরহাজারী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবদুর রহমান, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন সুমন, চরপার্বতী ইউনিয়ন যুবদল নেতা মাইন উদ্দিন প্রমূখ।