এ কে এম শামসুজ্জোহা চৌধুরী (কুড়িগ্রাম)
১২ ডিসেম্বর, ২০২৫, 2:28 AM
কুড়িগ্রামে ওয়াল্ড ভিশনের উদ্যোগে শিশুদের মাঝে কম্বল বিতরন
কুড়িগ্রাম সদরে নিবন্ধিত ১ হাজার শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ওয়ার্ল্ড ভিশন’ কুড়িগ্রাম এপি’র আয়োজনে কুড়িগ্রাম এপি অফিস প্রাঙ্গণে এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা যায়, ওয়ার্ল্ড ভিশন উপজেলার ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় শিশুদের মধ্যে পর্যায়ক্রমে এই কম্বল বিতরণ করবে। কম্বল পেয়ে আনন্দিত শিশু ও পরিবার।
কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন’ কুড়িগ্রাম এপি’র ভারপ্রাপ্ত ম্যানেজার মারিও মার্ডী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন.এম. শরীফুল ইসলাম খন্দকার, বেলগাছা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খোরশেদ আলম প্রমুখ।