সুমন মন্ডল (জয়পুরহাট)
২৭ ডিসেম্বর, ২০২৫, 10:59 PM
কালাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। সাম্প্রতিক শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় মানবিক সহায়তা হিসেবে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ কর্মসূচি গ্রহণ করে উপজেলা প্রশাসন।
শনিবার উপজেলার বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। তিনি নিজ হাতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন এবং শীতকালীন এই দুর্যোগে নিম্ন আয়ের মানুষ যেন কষ্টে না পড়ে—এ জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার প্রত্যন্ত এলাকায় বসবাসরত সুবিধাবঞ্চিত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে আরও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলেও তিনি জানান।
কম্বল পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন।