সংবাদ শিরোনাম
NL24 News
২৬ অক্টোবর, ২০২৫, 1:57 AM
করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ৪
কিশোরগঞ্জের করিমগঞ্জ -বালিখলা সড়কে দুই অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৪ শিক্ষক আহত হয়েছেন।
শনিবার(২৫ অক্টোবর) সকাল ১০ টার দিকে করিমগঞ্জ উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- খাকশ্রী নূরুল উলুম ডি.এস আলিম মাদরাসার সহকারী অধ্যাপক ফজলে এলাহী মোহাম্মদ বনিইয়ামিন আকন্দ, সহকারী অধ্যাপক খায়রুল ইসলাম, সহকারী মৌলভী মো.আব্দুল্লাহ বাকী, ইবতেদায়ী প্রধান মো.বিল্লাল উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সহকর্মী ছিলেন এবং অটোরিকশাযোগে খাকশ্রী নূরুল উলুম ডি.এস আলিম মাদরাসায় যাচ্ছিলেন।
সম্পর্কিত