দিলোয়ার হোসাইন ভূঁইয়া (কিশোরগঞ্জ)
০৩ ডিসেম্বর, ২০২৫, 11:18 PM
করিমগঞ্জে মরিচখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শাহাব উদ্দিনের ইন্তেকাল
কিশোরগঞ্জের করিমগঞ্জের উরদিঘী (মরিচখালী) বাজারের ব্যবসায়ী হাজী মো:শাহাব উদ্দিন আর নেই।বুধবার, (৩ ডিসেম্বর) সকাল ৯ টা ২০ মিনিটে খয়রত গ্রামের নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি গুণধর ইউনিয়নের খয়রত গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।তিনি স্ত্রী,তিন ছেলে, চার মেয়ে রেখে গেছেন।তার বড় ছেলে আনোয়ার হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।
বুধবার, (৩ ডিসেম্বর) বাদ আসর খয়রত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উরদিঘী আলিম মাদরাসা অধ্যক্ষ মো:মাহতাব উদ্দিন, গুণধর ইউপি চেয়ারম্যান আবু ছায়েম রাসেল ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান নাজমুল সাকির নূর শিকদার। গুণধর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাজহারুল হক। উপস্থিত ছিলেন আব্দুল আলী, আবু বাক্কার সিদ্দিক, আব্দুল মান্নান,আফতাব উদ্দিন প্রমুখ।
জানাজার পর খয়রত পুরানবাড়ী সামনে পাবলিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তার মৃত্যুতে করিমগঞ্জ উপজেলা মফস্বল সাংবাদিক সংস্থার সহসভাপতি দিলোয়ার হোসাইন ভূঁইয়া নানক গভীর শোক প্রকাশ করেছেন।