তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)
০৩ জানুয়ারি, ২০২৬, 9:02 PM
ঐতিহ্যবাহী বরুনা মাদ্রাসায় "ছালানা ইজলাছ"
কুতবে দাওরান, মুজাদ্দিদে যামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী রহ.'র সুপ্রতিষ্ঠিত ফিদায়ে ইসলাম, শাইখুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদী রহ.'র স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী বরুণা মাদরাসা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার কালাপুর ইউনিয়নের বরুনায় এর বার্ষিক ইসলামী মহাসম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২রা জানুয়ারি) রাতে বরুণা মাদরাসার ছালানা ইজলাছে অগ্নিঝরা বক্তব্য দিয়েছেন বরুণা মাদরাসার ছালানা ইজলাছে অগ্নিঝরা বক্তব্য রাখেন বরুণা মাদরাসার স্বনামধন্য নায়বে সদরে মুহতামিম ও মৌলভীবাজার-৪ আসনের এম.পি পদপ্রার্থী জননেতা মাও. শেখ নুরে আলম হামিদী হাফি.!
অতিথি হিসেবে উপস্থিত হোন জাতীয়তাবাদী দল বিএনপি'র কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনিত প্রার্থী মুজিবুর রহমান (হাজী মুজিব)। বরুণা মাদরাসার ছালানা ইজলাছে শ্রীমঙ্গল থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে।
মাহফিল চলাকালীন সময়ে মাদ্রাসার মাওলানা হিলাল আহমদ (সিনিয়র মহদিস) হিসেবে ২০০৩ সাল থেকে কর্মরত বরুনা মাদ্রাসায় তিনি বলেন, সাড়া দেশ থেকে লোকে লোকারণ্য হয়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। যত রাত হয় ততই মানুষের ঢল নামতে থাকে। সকলের জন্য প্রায় ৫০ হাজার মানুষের সিরনির ব্যবস্থা হয় যা সকলের সহযোগিতায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।