ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদীর উপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ

#

তিমির বনিক (মৌলভীবাজার জেলা প্রতিনিধি)

১৩ ডিসেম্বর, ২০২৫,  2:21 AM

news image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদে মৌলভীবাজারে ছাত্রশিবির শহর শাখার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ই ডিসেম্বর) রাত ৮টার দিকে ছাত্রশিবির মৌলভীবাজার শহর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের চৌমুহনী হতে এম সাইফুর রহমান রোড হয়ে কুসুমবাগ পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার শহর শাখার সভাপতি তারেক আজিজ ও জেলা সভাপতি ফরিদ উদ্দিন। আরও উপস্থিত ছিলেন শহর শাখার অফিস সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক মাদ্রাসা বিষয়ক সম্পাদক আশিক আল রশিদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তারেক আজিজ বলেন, আজকে শরিফ ওসমান হাদী ভাই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শরীফ ওসমান হাদীর রক্ত পুরো বাংলাদেশের রক্তের সাথে প্রতিনিধিত্ব করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই ছাত্র-জনতাকে আবার মাঠে নামতে বাধ্য করবেন না। পালিয়েও পার পাবেন না। কোন ষড়যন্ত্র করে হাজারো হাদীকে শহীদ করে নির্বাচনকে ঠেকানো যাবে না। নির্বাচন আমরা আদায় করেই ছাড়বো ইনশাল্লাহ।

তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী পরিবেশ তৈরিতে ভূমিকা পালন করুন,শৃগালের ভূমিকা পালন করবেন না। আমরা আপনাদের ভাই আমরা আপনাদের বন্ধু আমরা আপনাদের সন্তান তুল্য। আপনাদের চোখের সামনে আমাদেরকে গুলি করে হত্যা করা হয় কিভাবে! আপনারা আইনের পোশাক পরে বসে থাকেন,জাতি জানতে চায়।

তিনি বলেন, আপনারা এদেশের ছাত্র সমাজের পালস বুঝুন। ছাত্র সমাজকে সাথে নিয়ে একটি সমৃদ্ধ নিরাপদ ইনসাফ পূর্ণ বাংলাদেশ গড়ে তুলুন।

এদিকে জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী হত্যা প্রচেষ্টার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজার শহরে বিক্ষোভ মিছিল করে এনসিপি সহ অন্যান্য দলের নেতাকর্মীরা।