কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
২৫ ডিসেম্বর, ২০২৫, 9:43 PM
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ কোম্পানীগঞ্জ-কবিরহাট বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা
ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ কোম্পানীগঞ্জ-কবিরহাটের উদ্যোগে আয়োজিত ৪র্থ বৃত্তি পরীক্ষা–২০২৫ এর ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাট মহিলা মাদ্রাসার অস্থায়ী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন কোম্পানীগঞ্জ-কবিরহাট কওমি মাদ্রাসা ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আলী আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহসভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মোজ্জাম্মেল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমদুল হাসান এবং দপ্তর সম্পাদক মাওলানা হেদায়েত উল্যাহ।
চলতি বছরের বৃত্তি পরীক্ষায় চটকিবাড়ী বোর্ড ও ঢাকা বোর্ডের অধীনে কোম্পানীগঞ্জ-কবিরহাটসহ ৫টি উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১১টি কেন্দ্রে ১ হাজার ৭৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
ফলাফলে দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি মিলিয়ে প্রথম স্থান অর্জন করে ১৪৯ জন শিক্ষার্থী, দ্বিতীয় স্থান অর্জন করে ১৪০ জন এবং তৃতীয় স্থান অর্জন করে ১৮৭ জন শিক্ষার্থী।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়্যাহ কোম্পানীগঞ্জ-কবিরহাটের এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।