ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

অভয়নগর ভূমি অফিস সহকারী দেলোয়ারের দৌরাত্ম

#

মতিন গাজী (যশোর)

০৫ ডিসেম্বর, ২০২৫,  2:12 AM

news image

অভয়নগর উপজেলা ভূমি অফিসে অফিস সহকারী দেলোয়ার হোসেনের হয়রানীর শিকার হচ্ছে সেবা প্রার্থীরা। ‌এতে করে স্থানীয়দের মধ্যে দিন দিন চমর ক্ষোভ সৃষ্টি হচ্ছে।

অভিযোগ রয়েছে, তিনি কাজের ত্রুটি দেখিয়ে ফাইল আটকে রেখে অনৈতিক সুযোগ নিচ্ছেন। সমস্যায় পড়ার ভয়ে অনেকেই সরাসরি অভিযোগ করতে পারছেন না। গত বুধবার নওয়াপাড়া বাজারের একজন সনামধন্য ব্যবসায়ী নেতার সাথে অসৌজন্যমূলক আচরন করেন। তার একটি ফাইলে প্রায় ১৫ থেকে ২০দিন বিভিন্ন কাগজ পত্র সংগ্রহের নামে রীতিমত হয়রানী শুরু করেছেন। 

স্থানীয়দের বরাতে জানা গেছে, দেলোয়ার হোসেন প্রায় তিন বছর আগে এই অফিসে যোগদান করেন। যোগদানের পর থেকে গ্রামাঞ্চলের সাধারণ মানুষ যখন জমিজমা সংক্রান্ত কাজের জন্য অফিসে যান, তিনি তাদের কাগজপত্রে ছোটখাটো ত্রুটি দেখিয়ে কাজ আটকে রাখেন। বিশেষ করে নামপত্তনসহ অন্যান্য কার্যক্রমে তিনি অনৈতিক সুবিধা নিয়ে কাজ সমাধান করেন।

যারা অনৈতিক সুযোগ দিতে অক্ষম তাদের কাজ সম্পন্ন হয় না। অভিযোগকারীরা জানান, দেলোয়ার সহকারী কমিশনার ভৃমিকে জানিয়ে দেন যে “এই কাগজপত্রে ত্রুটি আছে।‌ কাজ করলে সমস্যা হতে পারে।” এতে কমিশনার স্বাক্ষর দিতে অস্বীকৃতি জানান।

এভাবেই দীর্ঘদিন ধরে দেলোয়ার হোসেনের অনৈতিক কার্যক্রম চলমান। এ বিষয়ে অভয়নগর উপজেলা নির্বাহী অফিসার শেখ সালাউদ্দিন দিপুর সাথে কথা বললে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

ভুক্তভোগীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে প্রশাসনিক নজরদারি বাড়িয়ে তাদের অধিকার সুরক্ষা করা যায় এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত দেলোয়ারকে এখান থেকে প্রত্যাহার করা হয়।