মতিন গাজী (যশোর)
০৬ জানুয়ারি, ২০২৬, 12:57 AM
অভয়নগরে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও কানটুপি বিতরণ
তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘অভয়নগর সোসাইটি ইউএসএ ইনক’। সংগঠনটির উদ্যোগে যশোরের অভয়নগরে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল ও কানটুপি বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) সকালে নওয়াপাড়া প্রেসক্লাবের সহযোগিতায় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়। এরপর নওয়াপাড়া বাজার এলাকায় ভ্যান ও রিকশাচালকদের মাঝে কানটুপি বিতরণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মোট ২০০টি কম্বল ও ৫০০টি কানটুপি বিতরণ করা হয়।
নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মজিবর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফিরোজ আহমেদ, মোকাররম হোসেন, ইলিয়াস হোসেন মির আলী সরদার মেহেদী মাসুদ।
আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, কোষাধক্ষ মল্লিক খলিলুর রহমান, ক্রিয়া সম্পাদক এম এম আলাউদ্দিন, আইসিটি সম্পাদক তারির আহমেদ ইমন, সদস্য রবিউল ইসলাম বিশ্বাস, আনিসুর রহমান আনিছ, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, রনজিৎ মল্লিক প্রমুখ।