ইরফান হোসেন (পটিয়া প্রতিনিধি)
০৯ জানুয়ারি, ২০২৬, 3:50 AM
অপরাধী যেই হোক ছাড় পাবে না
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে পটিয়া থানার উদ্যোগে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকেলে পটিয়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এ উঠান বৈঠকে নারী-পুরুষ, যুবক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পটিয়া থানার উপ-পরিদর্শক জুয়েল উদ্দিনের সঞ্চালনায় এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদ।
নোমান আহমদ বলেন, মাদক কারবারি, সন্ত্রাসী ও জঙ্গীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হবে। তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু। অপরাধী যে-ই হোক কোনো প্রভাব বা পরিচয়ের কারণে ছাড় পাবে না।
তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এসব অপরাধ আর কোনোভাবেই উপেক্ষিত থাকবে না। নির্যাতনের শিকার হলে দ্রুত পুলিশকে জানানোই একমাত্র নিরাপদ পথ।
সভাপতির বক্তব্যে ওসি মো. জিয়াউল হক বলেন, পটিয়াকে অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হতে দেওয়া হবে না। নিয়মিত উঠান বৈঠক ও মাঠপর্যায়ের অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস ও নারী নির্যাতনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।
তিনি এলাকাবাসীকে হুঁশিয়ার করে বলেন, যারা অপরাধীদের আশ্রয় বা সহযোগিতা করবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বৈঠকে বক্তব্য দেন সমাজকর্মী আবছার উদ্দিন সোহেল, সাংবাদিক কাউছার আলম, মোহাম্মদ ফারুক, জসিম উদ্দিন মল্ল, নুরুল আলম, কামরুল ইসলাম সবুজ, হাজী টিংকু, আবুল কাশেম, আকতার হোসেনসহ স্থানীয় বিশিষ্টজনেরা।
বৈঠকে বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করাই এখন নাগরিক দায়িত্ব। সমাজ থেকে অপরাধ নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।