ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

খুলনা-১ আসনে এজাজ খানের পক্ষে বটিয়াঘাটা বিএনপির বিক্ষোভ মিছিল

#

ইমরান হোসেন (খুলনা)

০৬ নভেম্বর, ২০২৫,  5:05 PM

news image

খুলনা-১ আসনে আলহাজ্ব আমির এজাজ খানের পক্ষে বটিয়াঘাটা উপজেলা বিএনপির আয়োজনে বুধবার বিকেলে বটিয়াঘাটা বাজারে লিফলেট বিতরণ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ও খুলনা -১ আসনে আলহাজ্ব আমির এজাজ খানের মনোনয়ন দেয়ার দাবিতে উপজেলা বিএনপি বিক্ষোভ  মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন।মিছিলটি বটিয়াঘাটা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে আবার বাজারে শেষ করেন।

আলহাজ্ব আমির এজাজ খান এই দাকোপ বটিয়াঘাটায় বিএনপিকে শুন্য থেকে বিজয়ের ধার প্রান্তে নিয়ে এসেছেন। দূর দিনে বিগত ৩০ বছর ধরে বিএনপিকে  পরিচয় করিয়েছেন এই এলাকার মানুষের সাথে।জেল জুলুম, মামলা হামলা,সব কিছুকে উপেক্ষা করে এখনো তিনি এখনো রাজ পথে আছেন। এই এলাকার মানুষ ৫ ই আগষ্টের আগে আমির এজাজ খানকে ছাড়া কাউকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে দেখেননি। যারা এসেছেন তারা ৫ আগস্টের পরের অতিথি। তাই আমির এজাজ খানকে ছাড়া এই এলাকার মানুষ অন্য কাউকে মেনে নেবে না। বিক্ষোভ মিছিল শেষে বক্তারা এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ফারুক হোসেন খন্দকার, জলমা ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতিকুজ্জামান আসিক, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম শিপার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, যুগ্ম- আহবায়ক যথাক্রমে অহেদুজ্জামান ওয়াহেদ, কারিমুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আবুল হোসেন তালুকদার, উপজেলা মহিলা দলের সভাপতি রেহেনা আফরোজ সুইটি, জেলা যুবদলের সাদস্য হাফিজুর রহমান বাবু ও রাসেল, কারিমুল, কৃষক দলের হেলাল, জেলা মহিলা দলের কোষাদক্ষ আয়শা আক্তার, বায়েজিদ হোসেন, বাদল হাওলাদার, কৃষক দলের বাপ্পি, সোহরাপ ফলিফা, শামসুল, নুরুল ইসলাম মামুন, জাহাঙ্গীর ফকির, মাসুম বিল্লাহ, সাহেদুজ্জামান গোলদার, ছাত্র  নেতা এস হাসানসহ হাজার হাজার নেতাকর্মী।