কামরুল হাসান রুবেল (কোম্পানীগঞ্জ)
১৪ ডিসেম্বর, ২০২৫, 3:32 AM
নোয়াখালীতে উদয় এইড ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে মেধা তালিকায় উত্তীর্ণ মোট ৪৫০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি তুলে দেওয়া হয়। এর আগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভূঞা উপজেলার ১১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮ হাজার ৫০০ শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা বিচারিক আদালতের অতিরিক্ত জেলা জজ আমিরুল হায়দার চৌধুরী, কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী এবং কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অনুষ্ঠানে প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র আবরার ফায়াজের হাতে একটি ল্যাপটপ তুলে দেওয়া হয়।
এছাড়া বাকি ৪৪৯ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ গ্রামীণ ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে, যা ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশে গুরুত্ব বহন করবে।