ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

ঘাটাইলে খেজুরের রস খেতে উপচে পড়া ভিড়

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৬ ডিসেম্বর, ২০২৫,  9:09 PM

news image

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী টু গারোবাজার আঞ্চলিক সড়কের বেইলা নামক স্থানে চলছে খেজুরের রস বিক্রির ধুম। এখানে দৈনিক ৫০০ থেকে ৬০০ লিটার খেজুরের রস বিক্রি করছেন গাছিরা।

রসের চাহিদা বেশি থাকায় ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত দূরদূরান্ত থেকে খেজুরের রস খাওয়ার জন্য মানুষজন ভিড় করছেন। কলস ও বোতল নিয়ে রস কিনতে আসছেন পাইকারি ক্রেতারাও। ভালো লাভে উৎসাহী হয়ে উঠছেন উদ্যোক্তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে কিছু সংখ্যক গাছি এসে উপজেলার সাগরদিঘী এলাকায় প্রতি বারেই মতই চলতি মৌসূমে খেজুরের রস সংগ্রহ ও জালকরে গুড় তৈরি করছেন। ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত সাগরদিঘী টু গারোবাজার রোডে বেইলায় প্রতিদিন ভোরে রসের বাজার মেলে। এ বাজারে দৈনিক ৫০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত রস বিক্রি হচ্ছে। প্রতি কেজি গড়ে ৮০ টাকা করে বিক্রি হয়। গুড় বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা কেজি দরে।

গাছি ইমান আলী জানান, গাছ থেকে রসের হাঁড়ি নামাতে দেড়ি হয় কিন্তু হাঁড়ি শেষ হতে দেরি হয় না। সকাল ৯ টার ভিতরে শেষ হয়ে যায় রসের হাঁড়ি। চাহিদা বেশী থাকায় গুড় বানানোর আগেই রস শেষ হয়ে যায়।

উপজেলার হামিদপুর থেকে কয়েকজন বন্ধু নিয়ে আসা রিফাত মন্ডল বলেন, এখানে খেজুরের রস বিক্রি হয় শুনে খেতে আসলাম। খেজুরের রস খেলাম দূর থেকে আসা সার্থক হলো। পাহাড়ি এলাকায় এমন দৃশ্যের দেখা মেলে সবচেয়ে বেশি।

উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, খেজুরের রসের চাহিদা ধরে রাখতে পরিকল্পিতভাবে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হবে । গত কয়েক দিন শীতের প্রকোপ বেশি থাকায় উপজেলায় খেজুরের রস অনেক বেশি সংগ্রহ ও বিক্রি হচ্ছে। রস ও ফল ছারাও খেজুর গাছের অনেক উপকারিতা রয়েছে। রসের চাহিদা ধরে রাখতে পরিকল্পিতভাবে বাজার ব্যবস্থা সৃষ্টি করা হবে বলে জানান তিনি।