ঢাকা, লোড হচ্ছে...
সংবাদ শিরোনাম
বিএনপির চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন ঘাটাইলে কর্মচারীর হাত-পা বেঁধে দুর্ধর্ষ গরু চুরি লুমিনাস গ্রুপ সেলিব্রেশনে উদ্যোক্তা সৃষ্টি ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাগাতিপাড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে ব্যারিস্টার পুতুল বটিয়াঘাটায় ‘গণভোট ২০২৬’ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত জিপিএফ-সিপিএফের সুদের হার অপরিবর্তিত পোশায় জিয়াউর রহমানের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত কচুয়ায় আইনের লোক পরিচয়ে দুই ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি নির্বাচন পরিচালনা করতে সক্ষম ইসি: মির্জা ফখরুল কাঁকৈরতলা ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

গোপালপুরের গুলপেঁচা গ্রামে পাতিল বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত

#

নাজমুল আদনান (টাঙ্গাইল)

০৪ অক্টোবর, ২০২৫,  6:43 PM

news image

টাঙ্গাইলের গোপালপুরের গুলপেঁচা গ্রামে ব্যতিক্রমধর্মী পাতিল বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। তিনদিনব্যাপি এই বাইচ ঘিরে উৎসবমূখর পরিবেশ সৃষ্টি হয় গ্রামটিতে। হাজার হাজার মানুষের মাঝে বিনোদন দিতে পেরে খুশি আয়োজকরা। আর দর্শনার্থীরা বলছেন বছর বছর যেন আয়োজন করা হয় এমন ব্যতিক্রমি পাতিল বাইচ।

বর্ষার শেষে গ্রামীণ জনপদের মানুষ নৌকা ও ভেলা বাইচের সাথে পরিচিত থাকলেও পাতিল বাইচ প্রতিযোগীতা তাদের কাছে এক নতুন  কৌতূহল। তাইতো গুলপেঁচা গ্রামের রঙবেরঙে সাজানো পুকুরপাড় ঘিরে সমবেত হয়েছিল হাজার হাজার কৌতুহলী দর্শক। সবার আকর্ষণ নতুন এই পাতিল বাইচ প্রতিযোগীতার স্বাদ নেয়া। 

রঙিন রশি ঘেরা পুকুরে ভাসানো রান্নার বড় বড় পাতিল। আর তাতেই উঠে বসলেন একেকজন প্রতিযোগী। রেফারি হুইসেল সাথে সাথে দু'হাতকে বৈঠা বানিয়ে শুরু করলেন বাইচ! বাইচে কেউ যাচ্ছেন ডুবে, কেউ বা হারাচ্ছেন দিক! আর তাতেই দর্শকদের করতালি আর উল্লাসে মুখরিত হয়ে উঠে আয়োজন এলাকা। 

জীবনের প্রথম এমন বাইচে অংশগ্রহণ করতে খুশি প্রতিযোগীরাও। চান আয়োজনের ধারাবাহিকতা। এলাকাবাসীকে বিনোদন দেয়ার লক্ষেই এই মজার পাতিল বাইচের আয়োজন করেছেন তারা। মানুষের অভূতপূর্ব সারা পাওয়ায় আয়োজনের ধারাবাহিকতার আশ্বাস তাদের৷ 

পাতিল বাইচে অংশ নেয় ৮০ জন প্রতিযোগী। প্রথম পুরস্কার দেয়া হয় বাই সাইকেল, দ্বিতীয় পুরস্কার দেয়া গ্যাস সিলিন্ডারসহ একটি চুলা।